Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপার সাবেক এমপিসহ ময়মনসিংহে ১৭ জনের বিরুদ্ধে পরোয়ানা

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : এক মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে হত্যা করা হয়। পরে চলতি বছরের ৪ মার্চ তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে লোকমান হাকিম। এ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করা হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ