Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলার গায়েন সিজন-২ চ্যাম্পিয়ন বাঁধন মোদক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বেঙ্গল সিমেন্ট নিবেদিত ‘বাংলার গায়েন সিজন-২’ এর চ্যাম্পিয়ন হয়েছে বাঁধন মোদক। ১ম রানার-আপ হয়েছে যৌথভাবে শান্তা ইসলাম ও সাথী আক্তার। ২য় রানার-আপ হয়েছে সোহেল ভেরো। গত মঙ্গলবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হয় গ্র্যান্ড-ফিনালের আয়োজন। গ্র্যান্ড ফিনালের শুভেচ্ছা বক্তব্যে আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন- আরটিভি সবসময় চেষ্টা করে মেধাবী মানুষদের সম্মান জানাতে এবং তাদেরকে সবার সামনে তুলে ধরতে। এ প্রতিযোগিতার মাধ্যমেও আরটিভি বেশকিছু গানের শিল্পীকে সবার সামনে তুলে ধরতে পেরেছে এটাই আমাদের অর্জন। এর ফলে বাংলা লোকগান আরো সমৃদ্ধ হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গত ১০ বছর ধরে বাংলা লোকগানে আধুনিক ইন্সট্রুমেন্টের ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের কাছে লোকগান আরো জনপ্রিয় হয়ে উঠেছে। আরটিভি এর জন্য বিশেষভাবে অবদান রেখে যাচ্ছে। অনলাইনে বাংলার গায়েন সিজন-২ এর দেশি এবং বিদেশী শিল্পীদের আবেদন জমা হয় ২৭ হাজারের অধিক। সেখান থেকে বাছাইকৃত ৫ হাজার প্রতিযোগীর মধ্যে ১৫০ জন নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৬ জনকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গ্র্যান্ড ফিনালে। বিচারক হিসেবে ছিলেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, ইমন সাহা ও গীতিকবি কবির বকুল। বিচারকগণ তাদের বক্তব্যে বলেন, এই আয়োজনে আমরা দায়িত্বের সাথে কাজ করতে পেরে আনন্দিত। আরটিভি আমাদের বিচারকার্যে কোন হস্তক্ষেপ করেনি। আমরা যাদেরকে নির্বাচিত করেছি তাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন। পাশাপাশি যারা নির্বাচিত হয়নি তাদের জন্যও শুভকামনা। চূড়ান্ত পর্বে ৬ ফাইনালিস্টের সাথে কন্ঠ মিলিয়েছেন দেশের তরুণ প্রজন্মের ৭ সঙ্গীতশিল্পী নোলক, কোনাল, রন্টিদাশ, রাশেদ, কিশোর ও আশিক। আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মাহমুদা মাহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ