Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জেরী আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০২১ প্রদান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘পাঞ্জেরী আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’ ২০২১ প্রদান করা হয়েছে। এ বছর গল্প ও উপন্যাস শাখায় পুরস্কার পেয়েছেন ইমদাদুল হক মিলন। তিনি ‘বাবান ও টুনটুনি পাখি’ বইটির জন্য এই পুরস্কার পেয়েছেন। ছড়া ও কবিতা শাখায় পুরস্কার পেয়েছেন মাহফুজ রহমান। মুক্তিযুদ্ধ শাখায় পুরস্কার পেয়েছেন সুরমা জাহিদ ও ইমরান পরশ। এ ছাড়া বই অলংকরণ শাখায় ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন আফজাল হোসেন এবং শ্রেষ্ঠ শিশুতোষ প্রকাশনা হিসেবে পুরস্কার পেয়েছেন ‘কথা প্রকাশ’। পাঞ্জেরী -আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ মুক্তিযুদ্ধ গবেষণায় পেয়েছেন হাবিবুর রহমান, শিশুসাহিত্যে আমীরুল ইসলাম, ছড়া কবিতায় মারুফুল ইসলাম, নাটকে রতন সিদ্দিকী এবং ছোটগল্পে সঙ্গীতা ইমাম। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন ড. মো. সামাদ (প্রোভিসি, ঢাবি), কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক, ও আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ