Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন আরিফ মজুমদার

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ‘দুই জীবনের দহন’ উপন্যাসের জন্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) লেখক সম্মাননা-২০২২ পেয়েছেন লেখক ও সাংবাদিক আরিফ মজুমদার। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাত থেকে লেখক সম্মাননা গ্রহণ করেন আরিফ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসির লেখক সম্মাননা-২০২২ এর উপদেষ্টা স¤পাদক মামুন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। এছাড়া দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, গবেষণা, অনুবাদ, শিশুসাহিত্য, ভ্রমণ, বিজ্ঞান ক্যাটাগরিতে লেখক সম্মাননা দেওয়া হয়। আরিফ মজুমদারের ‘দুই জীবনের দহন’ উপন্যাসটি গত বইমেলায় প্রকাশিত হয়েছে। রকমারি থেকে উপন্যাসটি সংগ্রহ করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ