Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হল জি বাংলার ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নতুনদের আগমনে পুরনোরা রীতিমতো পাততাড়ি গোটাতে হচ্ছে, কারু ৩ মাসেই আয়ু শেষ আবার কারুর আয়ু দীর্ঘদিন। আপাতত এই নিয়ে সংসার জি বাংলা, স্টার জলসার। টিআরপিতে যার পারফর্ম্যান্স খারাপ হচ্ছে, সেই ধারাবাহিকেরই স¤প্রচার বন্ধ হচ্ছে। এদিকে গতমাসের শেষ থেকেই নতুন নতুন ধারাবাহিক এর আগমন ঘটছে, স্টার জলসা-জি বাংলার পর্দায়। তাদের জায়গা দিতেই পুরনো মেগার স¤প্রচার বন্ধ হচ্ছে। ‘লালকুঠি’, ‘উড়ন তুবড়ি’র পর মাত্র ৫ মাসেই বন্ধ হল জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। ইতিমধ্যেই ‘উড়ন তুবড়ি’র শেষদিনের শুটিং হয়ে গিয়েছে। আর শেষ হল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র পথচলা। ছোটদের নিয়ে তৈরি এই মেগা মাত্র কিছুদিনেই দর্শকদের মনের মতো হয়ে উঠেছিল। কিন্তু টিআরপির তালিকায় জায়গা না মেলায় মাত্র পাঁচ মাসের সফর শেষ হচ্ছে এই ধারাবাহিকের। শুরু থেকেই টিআরপি তালিকায় চমক দেখাতে পারেনি বোধি। রাতের স্লটে জায়গা হলেও বছর শেষের আগেই বন্ধ হচ্ছে এই মেগার স¤প্রচার। শনিবার ছিল, এই ধারাবাহিকের শেষদিনের শুটিং। স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিরিয়ালের অভিজ্ঞ কলাকুশলীরা। এই ধারাবাহিকে বোধির ভূমিকায় রায়ান গুহনিয়োগীর অভিনয় ছিল দারুণ নজরকাড়া। সিরিয়ালে বোধি-মুন্নীদের দাদুর ভূমিকায় ছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। তিনি জানান, ‘আমার তো খুব মন খারাপ। ওই ছোট্ট মেয়েটা, মুন্নী সে তো দাদু বলতে অজ্ঞান। আশা করেছিলাম, এটা আরও চলবে। তবে সবকিছুরই শেষ আছে। অভিনয়ের বাইরে গিয়ে বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসতো আর মন খারাপ হয়ে গেল’। গত মাসেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে, ‘নিম ফুলের মধু’ এবং ‘সোহাগ জল’। এর মধ্যে শুরু হয়েছে স্বস্তিকা দত্তের ‘তোমার খোলা হওয়া’। পাশাপাশি ১৯শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘রাঙা বউ’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ