Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচনের জন্য নাসিকে সেনা মোতায়েন করুন -দুদু

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অতীতের নির্বাচনের মত ভোট কারচুপি হলে সারা দেশে আগুন জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এইসাথে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের একদিন আগেই নাসিকে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নাসিক নির্বাচন সুষ্ঠ হলে যে কোনো ফলাফল বিএনপি মেনে নিবে। আর যদি অতীতের নির্বাচনগুলোর মত ভোট কারচুপি করা হয় সারা দেশে আগুন জ্বলে উঠবে। আর সেই আগুনে আপনাদের গদি পুরে ছাড়খার হয়ে যাবে।
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
নির্বাচনকে কেন্দ্র করে নাসিকে থমথমে অবস্থা বিরাজ করছে এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, সন্ত্রাসীরা নাসিকে ঘোরাফেরা করছে। প্রতিদিনই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় বিএনপি আতঙ্কিত উদ্বিগ্ন এবং হতাশ।
তিনি বলেন, ক্ষমতাসীন সরকার এবং রকিব উদ্দিনের নেতৃত্বে নাসিকে যে নির্বাচন হতে যাচ্ছে তাদের অধীনে অতীতে কোনো সুষ্ঠ নির্বাচনের রেকর্ড নেই। এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, অনেক খারাপ কাজ করেছেন। বিদায়ের আগে অন্তত একটি ভাল কাজ করুন। নাসিকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে নাসিকে ভোটের আগের দিন থেকে সেনা মোতায়নের দাবি জানান দুদু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ