Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার প্রায় ৩৪ কিঃমিঃ ২টি সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ৭:৪৮ পিএম

আনন্দ উৎসবের মধ্য দিয়ে কুষ্টিয়ার প্রায় ৩৪ কিঃমিঃ ২টি উন্নয়নকৃত সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ ডিসেম্বর বুধবার সকাল পনে ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সড়ক ২টির উদ্বোধন ঘোষনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষনার পর পরই কুষ্টিয়া—রাজবাড়ী মহা সড়কের চৌড়হাস এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পিয়াস কুমার সেন ও কুমারখালী উপজেলার আলা উদ্দিন নগরে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল উদ্বোধনী ফলক উম্মোচন করেন । এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া—৪ ( কুমারখালী—খোকসা) জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম আলতাফ জর্জ। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্যানেল পৌর মেয়রসহ সরকারী কর্মকর্তাগণ। এ সময় কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য শুনেন।

উল্লেখ্য, কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরণ করতেই ১৯৫ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে প্রায় ৩৪ কিলোমিটার ২টি নির্মাণ করা হয়েছে । কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খান সড়ক দু’টি উদ্বোধনীর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেন। এই দু’টি সড়কের মধ্যে আহলাদিপুর—রাজবাড়ী—পাংশা—কুমারখালী—কুষ্টিয়া(চৌড়হাস) (আর ৭১০) মহাসড়কটি কুষ্টিয়া হতে রাজবাড়ী হয়ে ঢাকা যাতায়াতের অন্যতম সড়কপথ। আহলাদিপুর—রাজবাড়ী—পাংশা—খোকসা—কুমারখালী—কুষ্টিয়া চৌড়হাস) আঞ্চলিক মহাসড়কটি রাজবাড়ী জেলার আহলাদিপুর হতে শুরু হয়ে কুষ্টিয়া জেলার খোকসা ও কুমারখালী উপজেলা হয়ে কুষ্টিয়া চৌড়হাস নামক স্থানে শেষ হয়েছে। মহাসড়কটি কুষ্টিয়া হতে ঢাকা যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম হওয়ায় মেহেরপুর ও কুষ্টিয়া জেলা হতে পন্যবাহী ভারী যানবাহন এবং সকল আন্তঃজেলা বাসসহ প্রতিদিন প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করায় মহাসড়কটি যাত্রী ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। উক্ত সড়কটির কুষ্টিয়া অংশের ২৮.৫৫ মিলোমিটার ১৭৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এই প্রকল্পে রাস্তা মজবুতিকরণ, প্রশস্তকরণ ও সার্ফিসিং সহ অন্যান্য কাজ করা হয়েছে। এ ছাড়া চড়াইকোল—শিলাইদহ (আর ৭১৩) মহাসড়কের আলাউদ্দিন মোড় হতে শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী পর্যন্ত ১৯ কোটি টাকা ব্যয়ে ৫.৪৩৫ কিলোমিটার সড়ক নির্মান করা হয়েছে। এই সড়কদিয়ে প্রচুর পরিমানে দর্শনার্থী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ীতে ভির জমায়। সড়কটি নির্মাণ করায় দর্শনার্থীদের আকর্ষন আরো বেড়ে গেছে। এই প্রকল্পে রাস্তা মজবুতিকরণ, প্রশস্তকরণ ও সার্ফিসিং সহ অন্যান্য কাজ করা হয়েছে। প্রকল্পটি কুষ্টিয়া সন্নিহিত এলাকার দূর্ঘটনা হ্রাস ও যানযট নিরসনসহ নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক স্থাপনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে একই সাথে সময় ও অর্থ সাশ্রয় হবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে কুষ্টিয়াবাসীর দীর্ঘদীনের প্রত্যাশা পুরণের পাশাপাশি বর্তমান গৃহীত মহাসড়ক উন্নয়নের ধারাবাহিকতায় যোগ হলো সফলতার আরও একটি নতুন মাত্রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ