বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতার চোখ উৎপাটন মামলার প্রধান আসামি মো. সাহাদাত ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সকালে উপজেলার কয়ারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের শাজাহান ফকিরের ছেলে। মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাথে প্রায় আড়াই বছর পূর্বে কয়ারিয়া ইউনিয়নের ফুটবল খোলা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে খেলা চলাকালীন সময় সাহাবদ্দিন আকনের নেতৃত্বে সাহাদাত ফকির বেশ কিছু লোকজন নিয়ে সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফেরদৌস আলম সরদারের ডান চোখ উপড়ে ফেলে। পরে এই ঘটনায় তার পিতা মোহাম্মদ সরদার বাদী হয়ে গত ২০২০ সালের ৪ নভেম্বর সাহাবদ্দিন আকন ও সাহাদাত ফকিরসহ ১৩ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করা হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ শাখার এসআই হাসান শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কয়ারিয়া ও রমজানপুর এলাকায় অভিযান চালায়। এসময় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কয়ারিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
যুবলীগ সভাপতি মো. ফেরদৌস আলম সরদার বলেন, সাহাবদ্দিন আকনের নেতৃত্বে আমার ডান চোখ উঠিয়ে নিয়ে গেছে সাহাদাত ফকির ও তার লোকজন। আমি তাদের ফাঁসি চাই। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গোপালগঞ্জ শাখার এসআই হাসান শিকদার বলেন, এজাহার ভূক্ত আসামি সাহাদাত ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।