পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০০তম শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের পরিচালক পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ্ সাহিদ প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ- ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক, এ্যাড. আব্দুর রশিদ, ব্যবসায়ী ইমাজুল হকসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহকদের সম্ভবনাময় সকল খাতে বিনিয়োগের আশ্বাস প্রদাণ করেন প্রধান অতিথি সানাউল্লাহ্ সাহিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।