Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও-এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯৫তম শাখা

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও-এ শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৫তম শাখা হিসেবে ঠাকুরগাঁও শাখার কার্যক্রম গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশ্তাক আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মোঃ মাহবুবুর রশীদ, জনসংযোগ বিভাগের প্রধান মোঃ সামছুদ্দোহা, কার্ড ডিভিশনের ইন-চার্জ মোহাম্মদ ফকরুল ইসলাম, ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, দিনাজপুর শাখার ব্যবস্থাপক চৌধুরী মোঃ শহীদুল্লাহ, রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ সোলইমান, আলিস গ্রæপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি আবদুস সালাম হাওলাদার ও মাহমুদ হাসান রাজু, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি মোদাচ্ছের হোসেন, অ্যাডভোকেট মোঃ ফজলুল হক, টিওভিসিবিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম সামসুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামসহ স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ও অবদান রেখে চলেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানসম্পন্ন ব্যাংকিং সার্ভিস প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ঠাকুরগাঁও অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে বলে তিনি জানান। তাছাড়া এ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় শাহ্জালাল ইসলামী ব্যাংক অর্থায়ন করবে সেই সাথে অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণে ব্যাংক উলেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্পসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগনের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ঠাকুরগাঁও-এর অর্থনীতি সম্পূর্ণ কৃষি নির্ভর। কৃষি পণ্যের উৎপাদনে কৃষিভিত্তিক শিল্পে এবং ক্ষুদ্র-মাঝারি শিল্প বাণিজ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিনিয়োগ করবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই দিন ঠাকুরগাঁও শাখা প্রাঙ্গণে স্থাপিত এটিএম বুথের উদ্বোধন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঠাকুরগাঁও-এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯৫তম শাখা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ