বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল সদর উপজেলার ৭ নম্বর দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের রেজিস্ট্রিপাড়া সিলমি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ ও শহীদ রফিকুল ইসলাম ফারুক এর ছোট ভাই ৭ নম্বর দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাভু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। উল্লেখ্য, ২০১৩ সালে ২০ ডিসেম্বর টাঙ্গাইল শহরের বটতলা কাঁচাবাজারে রফিকুল ইসলাম ফারুককে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।