Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নেতৃত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তাদের মাধ্যমেই আধুনিক বিজ্ঞানমনস্ক সমাজ তৈরি করতে হবে। ডিজিটাল বাংলাদেশের স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমরা যারা আজকে শিক্ষার্থী, তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গতকাল মঙ্গলবার নাটোর জেলা সদরে অনিমা চৌধুরী মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভাপতির বক্তব্যে ড. মো. মশিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে লেখাপড়া করছো। তোমরা নিজেদের পড়াশোনার দায়িত্ব বহনের পাশাপাশি পরিবারের দায়িত্বও পালন করছো। কিন্তু তোমাদের একথাও মনে রাখতে হবে তোমরা মুক্তিযোদ্ধার উত্তরাধিকার। তোমাদের মধ্যে আরও প্রগাঢ় আস্থা থাকতে হবে। শুধু পরিবার নয়, আগামী দিনে এই রাষ্ট্র এবং সমাজেরও পাশে থাকবে তোমরা। আর আমরা থাকবো তোমাদের পাশে। এর মধ্য দিয়েই আমরা আমাদের জাতি নির্মাণ করবো।’

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো সক্রিয়। সুতরাং সবাইকে এই পরাজিত শক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তির জায়গা হবে না। এসব অপশক্তিকে রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি বলেন, কখনোই নিজেকে দুর্বল ভাবা যাবে না। পিছিয়ে পড়া ভাবা যাবে না। জাতীয় বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়েছো। তোমাদের সামনে অনেক সম্ভাবনা। আমরা ইতোমধ্যে অ্যাকাডেমিক মাস্টার প্লানের আওতায় ১২টি পিজিডি কোর্সসহ আরও ১৯টি শর্টকোর্স চালু করতে যাচ্ছি। আইসিটি, সফট স্কিল কোর্স দু’টিকে বাধ্যতামূলক করা হচ্ছে। তোমরা আগামীতে নতুন কর্মমুখী কোর্সগুলো শিখে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে পারবে। ল্যাংগুয়েজ, অন্ট্রাপ্রেনারশিপসহ এইসব ছোট ছোট কোর্সগুলো করতে পারবে। এগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করবে। এগুলো শিখতে পারলে তোমাদের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা থাকবে না। তোমরাই হবে আমাদের স্মার্ট সন্তান। যারা আগামী দিনে সোনার বাংলাদেশ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করবে। যাতে বিশ^ দরবারে দাঁড়িয়ে তুমি বলতে পারবো লাল-সবুজের বাংলাদেশের আমি গর্বিত মানবিক নাগরিক।’

সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, মুক্তিযোদ্ধা শিরিন আক্তার, জাতীয় বিশ^বিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফয়জুল করিম, জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক রফিকুল আকবর, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল ইসলাম, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ