Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সলিমুল্লাহ মেডিক্যালের ক্যাশিয়ার কারাগারে

আড়াই কোটি টাকা আত্মসাত মামলা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে কারাগারে পাঠানেরা আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্টোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো: তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে গতকাল দুপুওে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাত্তার মিয়াকে গ্রেফতার করে দুদকের একটি টিম। পরে তাকে আদালতে সোপর্দ করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দুদক সূত্র জানায়, চলতি বছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। যা দন্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ