Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারইস্টের এমডি হেমায়েতউল্যাহ ও তার স্ত্রীর চার বছর কারাদণ্ড

সাড়ে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বরখাস্ত প্রধান নির্বাহী মো: হেমায়েত উল্যাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে ৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত এ মামলায় ঢাকার ৮ নম্বর বিশেষ আদালতের জজ মো: বদরুল আলম ভুঁঞা এ রায় দেন। পৃথক ২টি ধারায় দেয়া কারাদণ্ডের পাশাপাশি উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। চার্জশিটে ২ জনকে ‘পলাতক’ দেখানো হয়। এ কারণে রায়ে তাদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। রায়ে বলা হয়, আসামি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী মো: হেমায়েত উল্যাহ ও তার স্ত্রী ফরিদা আক্তার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় দুদক আইনের ২৬ (২), ও ২৭ (১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় পৃথক ৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হলো। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হলো। এজাহারে উল্লেখ করা হয়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী মো: হেমায়েত উল্যাহ ও তার স্ত্রী ফরিদা আক্তার ৬ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করেছেন। ২০১৯ সালের ২৫ জুলাই দুদকের তৎকালিন উপ-পরিচালক মো: মোশাররফ হোসেন মৃধা বাদী হয়ে এ মামলা করেন।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতবছর মার্চে চার্জশিট দাখিল করেন একই কর্মকর্তা।
চার্জশিটে বলা হয় হেমায়েত উল্যাহ অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। তার স্ত্রী গৃহীনি হওয়া সত্ত্বেও দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ‘ব্যবসায়ী’ উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ