Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছের সাথে এ কেমন দুশমনি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মাগুরার মোহাম্মদপুর উপজেলার খর্দ ফুলবাড়ী গ্রামের শিক্ষক শরাফত হোসেনের এক একর জমির ওপর রোপনকৃত দুই শতাধিক ধরন্ত বরই এবং পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ শিক্ষক শরাফত হোসেন। এর আগে কতিপয় যুবক উক্ত বাগান থেকে বরই ছিড়লে শরাফত হোসেন তাদের ওপর রাগারাগি করে। এসময় তারা দেখিয়ে দেবে বলে জানায়। এ ঘটনার প্রেক্ষিতে গত সোমবার রাতে এ ক্ষতি করা হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি জানান।
এ ব্যাপারে তিনি মহম্মদপুর থানা পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ