Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হচ্ছে সুদীপার ‘রান্নাঘর’

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইন্দ্রাণী হালদারের নতুন শো-এর আগমনে শেষ হচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে লম্বা চলা কুকারি শো ‘রান্নাঘর’। কবে শেষদিনের সম্প্রচার? জেনে নিন। শেষ হচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো শো ‘রান্নাঘর’। ১৭ বছরের জার্নিতে ৫১০০ পর্বে অবশেষে যাত্রার ইতি ঘটছে! আগামী ২ জানুয়ারি থেকে ‘রান্নাঘর’-এর জায়গা নিচ্ছে ইন্দ্রাণী হালদারের নতুন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। শুক্রবার ‘রান্নাঘর’-এর শেষ এপিসোডের শুটিং সারলেন সুদীপা চট্টোপাধ্যায়। ‘রান্নাঘর’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তাঁর নাম। শুটিংয়ের শেষদিন আবেগঘন সুদীপা। এদিন গোলাপি শাড়িতে ধরা দিলেন ‘রান্নাঘরের রানি’। এদিন ফেসবুক লাইভে এসে এই খবরটা দিলেন খোদ সুদীপা। শেষ এপিসোডে সুদীপার পাশাপাশি দেখা যাবে শ্রীপর্ণা, কাঞ্চনদের। এই শো-এর ক্যামেরার পিছনে থাকা ব্যক্তিদের সঙ্গে এদিন পরিচয় করিয়ে দিলেন সুদীপা। সিনেমাটোগ্রাফার থেকে স্পটবয়- সবার সঙ্গে পরিচয় করালেন দর্শকদের। সুদীপা বললেন, ‘যার শুরু আছে, সেটার শেষ তো হবেই। শেষ হচ্ছে বলেই তো নতুন কিছু শুরু হচ্ছে, আপনাদের জন্য আসছে ঘরে ঘরে জি বাংলা।’ কবে শেষদিনের সম্প্রচার? বছরের শেষদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর বিকাল ৪.৩০টার সময় শেষবার টিভির পর্দায় দেখা যাবে ‘রান্নাঘর’। এদিন স্পেশ্যাল মেনু কী থাকছে? শেষ এপিসোডে ভেটকি মাছের একটা স্পেশাল ডিশ শেখাবেন সুদীপা। খুব সহজে আর ঘরোয়াভাবে রান্না করা যাবে ভেটকি মাছের এই প্রিপারেশন। সবশেষে সুদীপার বার্তা, ‘এই কটা দিন দয়া করে আমাদের সঙ্গে থাকবেন, মিস করবেন না কিন্তু। শেষ এপিসোডে আমাদের পুরো টিমকে টিভির পর্দায় দেখতে পাবেন।’ ২০০৫ সালের ৯ই মে শুরু হয়েছিল ‘রান্নাঘর’-এর সম্প্রচার। শুরু থেকেই ২০১৮ সাল পর্যন্ত এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা। এরপর ‘রান্নাঘর’ সঞ্চালনা করেছিলেন অপরাজিতা আঢ্য। ২০২০ সালে ফের ‘রান্নাঘর’-এ ফেরেন সুদীপা। মাস তিনেক আগে ধুমধাম করে ৫০০০ পর্ব পার করবার সেলিব্রেশন সেরেছিল গোটা টিম। তবে এবার বেজে গেল বিদায় ঘণ্টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ