Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারায়া ক্যারির সঙ্গে মঞ্চে কন্যা মনরো

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘মেরি ক্রিসমাস টু অল’ অনুষ্ঠানে মার্কিন পপ তারকা মারায়া ক্যারি তার ১১ বছর বয়সী কন্যা মনরোর সঙ্গে ক্লাসিক হিম ধারার গান ‘অ্যাওয়ে ইন আ ম্যাঙার’-এ কণ্ঠ দিয়েছেন। মঞ্চে এই প্রথমবার মায়ের সঙ্গে শিস দিয়ে সুর মিলিয়েছে সে। স্কশিয়াব্যাঙ্ক অ্যারেনার মঞ্চে মা-মেয়ের জুটি পারফর্ম করেছেন। মনরো প্রমাণ করেছে সে সুরের ক্ষেত্রে তার মায়ের কাছ থেকে বেশ কিছু কায়দা শিখে নিয়েছে এরই মধ্যে। মিমি (মারায়ার ডাকনাম) এবং মনরোকে যেন দুই বোনের মতই লাগছিল, জানায় দর্শকরা। সরাক্ষণ মারায়া কন্যার চোখে চোখ রেখে ছিলেন এবং মঞ্চ থেকে নামার কালে তাকে আদর করে চুমো দেন। মনরো মারায়ার প্রাক্তন স্বামী নিক ক্যাননের ঔরসজাত সন্তান। টুইটারে মা আর মেয়ের ভিডিও পোস্ট ব্যাক প্রচার ও বাহবা পেয়েছে। অবশ্য মনরো যে এই প্রথম মায়ের সঙ্গে মঞ্চে উঠলেন তা নয়। এর আগে সে আর তার ভাই তার মায়ের লাস ভেগাস শোতে ‘অলওয়েজ বি মাই বেবি’ গানের সঙ্গে ২০১৭ ও ২০১৮তে পারফর্ম করেছে। সে সময় সন্তানদের দিয়ে গান গাওয়ান সহজ ছিল না, তবে এখন স্বাভাবিকভাবেই সে পারফর্ম করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ