Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করত চক্রটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:৩৩ পিএম

সানি সিকিউরিটি সার্ভিসেস লি. এর নামে চুক্তি ভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করত একটি চক্র। এভাবে প্রতারণা করে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।


গ্রেপ্তাররা হলো- আত্মসাৎকারী চক্রের মূলহোতা মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) ও ইমতিয়াজ হাসান (২৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি ভূয়া চাকরীর বিজ্ঞপ্তি এবং ৬ টি চাকরীর আবেদনপত্র উদ্ধার করা হয়।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তাররা সানি সিকিউরিটি সার্ভিসেস লি. এর অধীনে চুক্তি ভিত্তিক বিভিন্ন পদে ভূয়া চাকরীর বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণামূলকভাবে দীর্ঘদিন ধরে চাকরী প্রত্যাশী নিরীহ জনগণের কাছ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ