বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৮৫ কাঠা মূল্যবান জমি দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল সোমবার দিনভর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
সিডিএর কর্মকর্তারা জানান, নগরীর প্রধান সড়ক বিমানবন্দর সড়কের পাশে চট্টগ্রাম বন্দর সংলগ্ন সল্টগোলা ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে সিডিএর মূল্যবান জমি দখল করে রাখা হয়। উচ্ছেদ অভিযানের মাধ্যমে এসব জমি দখলমুক্ত করা হয়েছে। সেখানে বহুতল ভবনসহ শতাধিক অবৈধ স্থাপনা ছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জায়গা উদ্ধার করা হয়েছে। অভিযান আজ মঙ্গলবারও চলবে। অভিযানে সিডিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।