বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মো. আলী ওরফে আব্দুস শুক্কুর (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মো. আলী নগরীর চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা মনির আহাম্মদ বাড়ী মৃত নুরুল ইসলামের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর চান্দগাঁও থানার মাদক মামলায় কারাগারে আসেন মো. আলী। এ মামলায় তাকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন ২০২১ সালের ১৭ অক্টোবর। মো. আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারে মো. আলীর অবস্থার অবনতি হলে রোববার রাতে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে একটার দিকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।