Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশের যত তারা, সিটি করের তত ধারা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

আকাশের তারার মতোই সিটির অনেক ধারা আছে মন্তব্য করে নগরীতে বসবাসকারীদের সিটি করপোরেশনে না গিয়ে অনলাইনে ট্যাক্স দেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল সোমবার রাজধানীর গুলশান-২ নম্বরে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক। ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, সিটি করপোরেশনে গেলে কিছু কিছু অসৎ (কর্মকর্তা), সবখানেই আছে। তারা তখন দেখিয়ে দেয়, আকাশের যত তারা, সিটি করপোরেশনের তত ধারা। সুতরাং এই ধারার মধ্যে যাবেন না। অনলাইনে ট্যাক্স দিন। আতিকুল ইসলাম বলেন, দুই বছর আগে আপনারা সিটি করপোরেশনে যেতেন, এখন সময় বদলেছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন। আমরা ট্রেড লাইসেন্সও অনলাইনে দেওয়া শুরু করেছি। ট্রেড লাইসেন্স আনতে গেলে যে ভোগান্তি হতো, সেটা আমরা চাই না। অনুষ্ঠানে তাজউদ্দীন আহমেদের মেয়ে ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ