বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে আরও এক বছর সময় বাড়ানো হয়েছে। এ সীমা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে নির্দেশনা দিয়েছে। এর ফলে আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে প্রতিষ্ঠানগুলো। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ডিওএস থেকে এ নির্দেশনা দেয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানো বিষয়টা পরিষ্কার করেছিল। এবার ব্যাংকগুলো এ নিয়ে সার্কুলার জারি করলো।
তবে বর্ধিত সময়সীমার মধ্যে অন্যান্য কোম্পানির শেয়ার ধারনের ক্ষেত্রে সামষ্টিক কিংবা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারনের ক্ষেত্রে সীমাতিরিক্ত বিনিয়োগকারী ব্যাংকসমূহ ৩১ আগস্ট ২০২২ ভিত্তিক সংশ্লিষ্ট বিনিয়োগকে (রেশিওতে) কোনো ক্রমেই বাড়াতে পারবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।