Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যহাতির আক্রমণে হাফেজ নিহত

কক্সাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

কক্সবাজারের চকরিয়াতে বন্যহাতির আক্রমণে হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। গত রোববার গভীর রাতে চকরিযার কৈয়ারবিল ইসলামনগরে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম তিনি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগরের আবাসন প্রকল্পের এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা জানান, গতকাল সোমবার ভোরে স্থানীয় লোকজন মহাসড়কের ময়লার ডিপো এলাকার পাশের খালি জমিতে লাশটি দেখতে পেয়ে সোমবার সকালে লোকজন বনবিভাগ ও পুলিশকে খবর দেওয়া হয় পরে ঘটনাস্থলে হতে পুলিশ তার লাশটি উদ্ধার করে। নলবিলা বনবিটের স্টেশন কর্মকর্তা অবনি কুমার রায় হাতির আক্রমনে সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ