রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহৎ যমুনা সার কারখানায় উৎপাদন চালু এবং বন্ধ হয়ে পড়া উপজেলার কয়েকটি পাটকল পুনরায় চালুর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে চর পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সদস্য কবি আলতাফ হোসেন মাস্টার। প্রধান অতিথি ছিলেন জেলা সিপিবির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সাধারণ আব্দুলাহ আল মামুন, ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরিষাবাড়ীতে সম্প্রতি ৪টি পাটকল বন্ধ হয়ে যাওয়ায় পরিকল্পিতভাবে হাজার হাজার শ্রমিককে বেকার বানানো হয়েছে। কর্মহীন শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। এআরএ জুটমিলের জমি আইন অমান্য করে আবাসিক প্লট আকারে বিক্রি করা হয়েছে এবং আলহাজ জুটমিলের জমিও একইভাবে বিক্রির পায়তারা চললেও সরকার ব্যবস্থা নিচ্ছে না। অপরদিকে দেশের বৃহৎ যমুনা সারকারখানাও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ চালুর উদ্যোগ নেয়নি। এতে নতুন কর্মসংস্থান তো নয়ই, বরং খেটে খাওয়ার মতো নূন্যতম অবলম্বনও একের পর এক বন্ধ হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।