Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খোলা আকাশের নিচে ৯ পরিবার

রাঙ্গুনিয়ার আগুনে বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৯ পরিবার এখন খোলা আকাশের নিচে। উপজেলার মরিয়মনগর রশিদিয়া পাড়ার গতকাল সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও পূর্বে ৯টি বসত ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশ হতদরিদ্র।
ফায়ার সার্ভিস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস দ্রুত আসাতে অনেক ঘরবাড়ি অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাই। গ্রামবাসী ধারণা বৈদ্যুতিক শর্টসার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। এর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা বলে জানা গেছে। ঘটনাস্থলে অনেকগুলো বসতঘর ছিল, নাশাগতা কিনা প্রশাসন এ বিষয়টি খতিয়ে দেখছে।
স্থানীয় আবুল কালাম বলেন, মধ্যরাতে হঠাৎ আগুনের কথা শুনে আমরা দ্রুত গিয়ে দেখতে পাই বেশ কয়েকটি ঘরে আগুন ধরে গেছে, আগুনের তীব্রতা থাকাই কেউ কেউ যেতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ