Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পিডিবিএফ এমডির নামে দুর্নীতির অভিযোগ চাকরিচ্যুতদের

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

পল্লী দারিদ্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মওদুদউর রশিদ সফদারের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি প্রকল্পের অর্থ তছরুপ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় পিডিবিএফ এমডির বিচার, চাকরি থেকে অপসারণ ও চাকরিচ্যুত কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি পিডিবিএফ এমডির দুর্নীতির বিভিন্ন তথ্য ও দলিলপত্র উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিডিববএফের চাকরিচ্যুত মাঠকর্মী শোহাদা নাফছিল।
সংবাদ সম্মেলনে পিডিবিএফের দারিদ্র বিমোচন কর্মকর্তা মশিউর রহমান ও মাঠ কর্মকর্তা তানভীর আহমেদসহ চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ