Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিআইএফসি’র ৮ কোটি টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) তৎকালীন চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান, ঋণ গ্রহিতা আমিনুর রহমানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপ-পরিচালক মো. আবদুল মাজেদ বাদী হয়ে এ মামলা করেন।
গতকাল রোববার সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে আসামিদের বিরুদ্ধে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান এবং পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিসেস লিমিটেডের মালিক আমিনুর রহমানের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ৮ কোটি টাকা ঋণ দিয়েছেন।
মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের মালিক আমিনুর রহমান তার স্বাক্ষরে ২০১১ সালের ৮ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক, বিআইএফসি বরাবর ৬০ দিন মেয়াদের জন্য ব্যবসায়িক প্রয়োজন মেটানোর লক্ষ্যে ৮ কোটি টাকা ঋণের আবেদন করেন। এ প্রেক্ষিতে ব্যবস্থাপনা কমিটি ১৫ শতাংশ সুদে ৬০ মাসের জন্য এই ঋণের প্রস্তাব বোর্ডে উত্থাপন করে। সিকিউরিটি হিসেবে প্রত্যেকটি ঋণের বিপরীতে ৬০ পোস্টডেটেড ও ১ টি করে তারিখবিহীন সই করা চেক জমা রাখার কথা বলা হয়। প্রকৃতপক্ষে নিরাপত্তা জামানত হিসেবে চেক কিংবা অন্য কোনো সম্পদ মর্টগেজ নেয়া হয়নি। এমনকি তাদের আবেদনকারীর সিআইবি রিপোর্টও বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা হয় নি। পরিচালনা পর্ষদের সভায় এই ঋণ অনুমোদনের বিষয়টি আলোচিত হয়। ৬০ মাস মেয়াদের জন্য ৮ কোটি টাকা ঋণ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ