বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘আবাবা’ নামে মোবাইলের ভুয়া অ্যাপ ব্যবহার করে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ প্রতারক চক্রের ৩ জন সদস্যকে আটক করেছে র্যাব। গত শনিবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লার সাইফুদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার সাইফুদ্দীনের ছেলে এ গ্রুপের মূলহোতা সানাউল ইসলাম (৪০), মৃত মোকছেদ আলী শেখের ছেলে সাইফুদ্দীন (৬০) ও মৃত জাবেদ আলীর মেয়ে রুলি আরা বেগম।
তাদের কাছে থাকা প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল, টেলিগ্রাম গ্রুপের স্ক্রিন শট-৫০ পাতা, আবাবা মোবাইল অ্যাপ স্ক্রিনশট-১০ পাতা, আবাবা কোম্পানির লোগো সংবলিত ২টি গেঞ্জি জব্দ করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লা থেকে মূলহোতা সাইফুদ্দীন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার গ্রাহকের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎকারি প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সঙ্গে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে মোবাইলের ভুয়া আবাবা অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে। তাদের কাছে থাকা প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল, টেলিগ্রাম গ্রুপের স্ক্রিন শট-৫০ পাতা, আবাবা মোবাইল এ্যাপ স্ক্রিনশট-১০ পাতা, আবাবা কোম্পানীর লোগো সম্বলিত ২টি গেঞ্জি জব্দ করা হয়।
প্রসঙ্গত, বিশ্বখ্যাত বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার নামের সঙ্গে মিল রেখে অ্যাপসের নাম দেওয়া হয় ‘আবাবা’। ভোক্তা ও বিনিয়োগকারীদের বোঝানো হয়, চীনের প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি আলিবাবার অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আবাবা অ্যাপস। বিনিয়োগ করার পর শুধু পণ্যের অর্ডার কনফার্ম করাই হলো সদস্যদের কাজ। এভাবে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ হাজার সদস্য যুক্ত করানো হয় আবাবা অ্যাপসে। সদস্যদের কাছ থেকে নেওয়া হয় সর্বনিম্ন ১২ হাজার থেকে সর্বোচ্চ লাখ টাকা। এভাবে এক প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় ৬ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।