Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৬ এএম

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজীর নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করছেন। গত শনিবার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারশ প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার, দাউদকান্দি মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী উল্লেখ্য করেন দুপুরে একই ইউনিয়নের লক্ষীপুর বালুর মাঠ সংলগ্ন নির্বাচনী প্রচারনায় গেলে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই দোলনের নির্দেশে নৌকা প্রতীকের কর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধা ও অতর্কিত হামলার চালায়, এতে আনার প্রতীকের কয়েকজন কর্মী আহত হয়। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী পোস্টার, ব্যানার, লিফলেট ও পোস্টার লাগানো সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় বলে অভোযোগে উল্লেখ্য করেন। হামলা পরে পুলিশে খবর দেন আলী আহম্মেদ মিয়াজী। এ ঘটনায় তিনি রিটারর্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই বিল্লালুর রশিদ দোলন বলেন, অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। ঘটনাস্থলেই তিনি ছিলেন না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি নির্বাচনের রিটারর্নিং কর্মকর্তা আশরাফুন নাহার বলেন আমরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজির অভিযোগ পেয়েছি প্রথমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থীকে সতর্ক করে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ