Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ায় আগুনে ৩ গরুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৬ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোয়াল ঘরে আগুনে ৩টি গরু পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গৃহস্থির ২ লাখ টাকার ওপরে ক্ষতি সাধিত হয়েছে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। গত শনিবার দিবাগত রাতে স্বনিভর্র ইউনিয়নের পশ্চিম রাজার ঘাটা এলাকায় কৃষক মো. ইদ্রিসের বাড়িতে এ ঘটনাটি হয়। গৃহস্থির ধারণা, গ্রামে থাকা তার প্রতিপক্ষদের মধ্যে, যে কেউ কৌশলে ঘটনাটি ঘটিয়েছে। মহল্লার জৈনিক ব্যক্তি জানান, দৌড়ে এসে দেখতে পাই রাতে গোয়াল ঘরে আগুন, মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের বাসিন্দা নুরুল আমিন বলেন, আমরা গ্রামবাসী আসার পূর্বে আগুনে তিনটি গরু পুড়ে গিয়ে মৃত্যু হয়।
স্থানীয় চেয়ারম্যান মো. নুরুল্লাহ বলেন, কৃষক মোহাম্মদ ইদ্রিসের তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। রাঙ্গুনিয়া থানার ওসি বলেন, আগুনে গরু পুড়িয়ে মারার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ