Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুরে বসতবাড়ি দখলের অভিযোগ

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ এএম

জামালপুরের ইসলামপুর পৌর শহরে টংগের আলগা গ্রামে জোরপূর্বকভাবে বসতভিটা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পৌর শহরের টংগের আলগা দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী ও গেন্দা শেখ দের বসতবাড়ি ভাঙচুর করে জোরপূর্বকভাবে দখল করেছে ভূমি দস্যু আশারুল, সমোজ উদ্দিন, আমিরুল ও ছামিউল গংদের একদল সন্ত্রাসী বাহিনী। ইতোমধ্যে ওই বসতভিটায় থাকা বাঁশের ঝাড় কেটে ফেলে ও বসতঘর ভেঙে দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আরওআর খতিয়ান নং ১৩১, দাগ নং ৩৩৮ জমির পরিমাণ ১.৭৪ শতাংশ এর মধ্যে বিআরএস খতিয়ান নং-১৫৪, দাগ নং-৩৬৩ জমি ২৫ শতাংশ রেকর্ড মূলে জমির মালিক গেন্দা শেখ ও মোহাম্মদ আলী।
গেন্দা শেখ ও মোহাম্মদ আলীর মৃত্যুর পর তার ওয়ারিশগণ দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে জমি খারিজ করে খাজনা পরিশোধ করছেন।
আব্দুল আলী ওরুফে আশারু গংরা বাদী হয়ে আরওআর ও বিআরএস মুলে তারাই ওই জমির প্রকৃত মালিক ভেবে বিজ্ঞ সহকারী জজ আদালত, ইসলামপুর, জামালপুর বরাবর আরওআর ও বিআরএস রেকর্ড সংশোধনের জন্য মো. নং ১৫৪/২০১২ সন অন্য প্রকার মামলা দায়ের করেন। কিন্তু পরবর্তীতে বিজ্ঞ আদালত গেন্দা শেখ ও মোহাম্মদ আলীদের জমির কাগজপত্র সঠিক থাকায় তাদের পক্ষে রায় প্রদান করেন।
বিজ্ঞ আদালতের রায় শুনে আব্দুল আলী ওরুফে আশারু গংরা পুনরায় হাইকোর্টে আপিল করে। আপিল করা পর ক্ষিপ্ত হয়ে আব্দুল আলী ওরুফে আশারু গংরা তাদের ভাড়াটিয়া লোকজন নিয়ে ১৫ ডিসেম্বর সকালে অতির্কিতভাবে হামলা চালিয়ে জোর পূর্বকভাবে বসতঘর, নলকুপ ভাঙচুর করেন ও বাঁশঝাড় কেটে ফেলে জমি দখল করেন।
গেন্দা শেখ ও মোহাম্মদ আলীর ওয়ারিশদের বিভিন্ন হুমকি ধামকি দেয়ায় তাদের জীবনের নিরাপত্তার জন্য গত ১৩ ডিসেম্বর ইসলামপুর থানায় হেলাল উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
ইসলামপুর থানার এসআই আবু রায়হান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তখন কোন ঘরবাড়ি ভাঙচুরের আলামত দেখা যায়নি। পরের দিন জানতে পারলাম ভাঙচুর করে টিন দিয়ে ঘেরাও করেছে। এই ব্যাপারে এলাকার ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ছামিউল হকের নিকট মিমাংশা করার জন্য দায়িত্ব দিয়েছি।
ভোক্তভোগী হেলাল উদ্দিন জানান, আমরা গরীব মানুষ। বাবার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে উক্ত জমিতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছি। এলাকার কিছু কুচক্রিমহলের যোগসাজসে আমাদের বসতভিটা জোর পূর্বকভাবে দখল করেছে।
কেনু শেক, মুনু ও মনজুরুল শেখ জানান, আমরা ন্যয় বিচারের জন্য এলাকার মাতাব্বরগণদের দুয়ারে দুয়ারে ঘুরেও কোন সঠিক বিচার পাচ্ছি না। তাই আমরা সঠিক বিচারের জন্য প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে আব্দুল আলী ওরুফে আশারু জানান, সোনাউল্লা শেখদের জমিজমা না থাকায় আমার বাবা তাদের থাকার জন্য জায়গা দিলে এখন তারা সেই জমি তাদের বলে দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ