প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডে খুশির আবহাওয়া বইছে চারিদিকে। আগামী বছরেই একাধিক বলিউড কাপল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সেই নিয়ে প্রতিনিয়তই চলছে একরাশ জল্পনা-কল্পনা। এদিকে বলিউড এমনিতেই খুশির মরসুম। কয়েক মাসের মধ্যেই একাধারে মা হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রীরা। যেখানে রয়েছে, আলিয়া ভাট, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। এছাড়াও আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে করেন সুনীল শেঠী কন্যা আথিয়া-কে এল রাহুল, সিদ্ধার্থ-কিয়ারা-সহ একাধিক তারকা জুটিরা। এবার হয়তো সেই তালিকায় নাম জুড়তে চলেছে, অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর এবং তাঁর স্ক্রিপ্ট রাইটার বয়ফ্রেন্ড রোহান। যদিও বিয়ের বিষয়টা এখনও বহু দূর, কারণ সম্প্রতি তিনি অনুষ্ঠানিকভাবে প্রেমিকের নাম ঘোষণা করেছেন। আর কোনও লুকোচুরি নয়, চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে ডেট করছেন অংশুলা। যদিও রোহন প্রাথমিকভাবে হিন্দি মুভিতে কাজ করেননি, তিনি কয়েকটি ক্রস ল্যাঙ্গুয়েজ ইন্ডি প্রজেক্টের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অংশুলা নিজেই তাঁর প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন। তাঁদের এই ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘এই বছরের শুরুতে তাঁরা আনুষ্ঠানিকভাবে ডেটিং শুরু করেন। অংশুলার পরিবার রোহানকে ভালো করেই চেনে এবং জানেন। দুজনে প্রায়ই ছুটি কাটাতে যান। শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেবে বলেও আশা করা যায়।’ তবে অংশুলা তাঁর সম্পর্কের বিষয়ে নীরবতা বজায় রাখতে চান। তাঁর কথায়, ‘আমি বিনয়ের সঙ্গে এটি সম্পর্কে মন্তব্য করতে বা মিডিয়ার সঙ্গে কোনও কথা বলতে চাইনা। আমার ইচ্ছাকে সম্মান করার জন্য আপনাকে ধন্যবাদ।’ বর্তমানে অংশুলা এবং রোহান দুই দিনের গোয়া সফরে গিয়েছেন। তাঁরা প্রায় লন্ডনে বেড়াতে যান। এদিকে অর্জুন কাপুর চুটিয়ে প্রেম করছেন বলিউডের আইটেম ডাভা মালাইকা অরোরার সঙ্গে। অন্যদিকে খুব শীঘ্রই মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানিকে বিয়ে করতে চলেছেন। যদিও এই বিষয়ে কোনও সঠিক প্রমাণাদি নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।