Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে অনুপ্রবেশকালে রোহিঙ্গাসহ আটক ২৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ৭:১৫ পিএম

ভারতে অনুপ্রবেশের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জুড়ীতে আসা ২৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৭ জনই রোহিঙ্গা। শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ও জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু চট্টগ্রাম থেকে এনা পরিবহনের একটি বাসে মৌলভীবাজারে আসার পথে গাড়িতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করলে শ্রীমঙ্গল থানা পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গলের চৌমুহনায় অবস্থান করে। এসময় চট্টগ্রাম থেকে আগত এনা পরিবহনের বাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন বলে স্বীকার করেন।

এদিকে ভোর ৬টার দিকে সীমান্তবর্তী জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরার সময় স্থানীয়রা একজন রোহিঙ্গা, নারী-পুরুষ ও শিশুসহ ৮ জনকে আটক করে জুড়ী থানা পুলিশের হাতে তুলে দেয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল। রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ