Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:২০ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে প্রিয় দল ব্রাজিলের হারের পর রাগে-ক্ষোভে দুধ দিয়ে গোসল সেরে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জুয়েল নামের এক যুবক। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল হাবিবপুর গ্রামের বাসিন্দা।

ব্রাজিল সমর্থক জুয়েল জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে ব্রাজিলকে মনেপ্রাণে ভালোবাসতেন। কিন্তু কয়েক দিন আগে তাঁর প্রিয় দল ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সের কারণে তিনি ক্ষোভে দল বদলের সিদ্ধান্ত নেন। পরে বন্ধুদের জোরাজুরিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেন।

এ নিয়ে জুয়েলের বন্ধু আবুল বলেন, জুয়েল ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলেন। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ব্রাজিলের হারের পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে বন্ধুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। জুয়েল আর্জেন্টিনায় যোগ দেওয়ায় আমরা খুশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ