বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে এক লাখ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার সকালে বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দোভাষীবাজারের খুদ্দগহিরা গ্রামের মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াস (৪৫) ও আলমের ছেলে ইমরান হোসেন রাসেল (২৪) এবং কর্ণফুলী উপঝেলার দৌলতপুর গ্রামের মীর মাহমুদুল হকের ছেলে মীর এরফানুল হক মারুফ (২৩) ও ফটিকছড়ি উপজেলার ফড়িংখাইন গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন (২৮)।
র্যাব কর্মকর্তারা জানান, বাঁশখালী থেকে ইয়াবার একটি চালান নগরীর দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এদের মধ্যে গিয়াস উদ্দিন ওই অটোরিকশার চালক। তারা ইয়াবা নিয়ে বাঁশখালী থেকে নগরীর দিকে আসার সময় র্যাব তল্লাশি করে। এ সময় ইলিয়াসের কাঁধের ব্যাগে বিশেষ উপায়ে স্কচটেপ ও কাগজ দিয়ে মোড়ানো প্যাকেটে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসে বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের দাম তিন কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।