Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

নওগাঁয় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরাম কর্তৃক গৃহীত প্রকল্পের আওতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, শাহানাজ পারভীন নাইস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৬শ’ টিফিন বক্স, ২শ’ ৫০টি স্কুল ব্যাগ, ১০টি বাইসাইকেল ও ২শ’ ৬০ জোড়া প্লাস্টিকের বেঞ্চ প্রদান করা হয়।
এর আগে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন উপজেলা চত্বরে নবনির্মিত “বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল” এর উদ্বোধন করেন ও ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারই শিক্ষাখাতে অভাবনীয় পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ পদ্ধতি আরো সহজ করতে এবং কোন ছেলে কিংবা মেয়ে কারো যেন অর্থের অভাবে পড়ালেখা বন্ধ না হয়ে যায় সে জন্য বছরের শুরুতেই বিনামূল্যে বই প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, টিফিন ও দুপুরের খাবার প্রদানসহ নানা রকমের যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীতেও শিক্ষাখাতে এমন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ