বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এলাকায় মানুষের সেবা দানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিল এনআরবিসি ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য মঞ্জুরুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এই সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক অলিউর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, স্বতন্ত্র পরিচালক খান মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, রেড ক্রিসেন্টের পরিচালক (ফাইন্যান্স) এএইচএম মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, সেবাদানের মূলমন্ত্রে পরিচালিত হচ্ছে এনআরবিসি ব্যাংক। অর্থনীতিতে উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করা হচ্ছে। ব্যাংকের সিএসআর তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষকের আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয়, শিক্ষায় সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আর্থিক সহায়তা করা হচ্ছে। রেড ক্রিসেন্টের মত প্রতিষ্ঠানকে সহায়তা করে আমরা গর্বিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।