Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য’ মোকাবিলার ঘোষণা যুব মহিলা লীগের

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যুব মহিলা লীগের নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। গতকাল শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় তাদের সঙ্গে যুব মহিলা লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি বলেন, দেশে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে জামায়াতের মহিলা কর্মীরা বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে। আমরা নেত্রীর উন্নয়নগুলোকে সেখানে তুলে ধরবো যুব মহিলা লীগের সব নেতাকর্মীদের নিয়ে। একটা ক্রান্তিলগ্নে যুব মহিলা লীগের জন্ম হয়েছিল। আমরা তখনই শপথ করেছিলাম আমাদের নেত্রীকে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ করে দিয়ে ঘরে ফিরবো।
সংগঠনটির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যুব মহিলা লীগের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগের সৈনিকেরা বিগত দিনের মতো রাজপথে থেকে জামায়াত-বিএনপির নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে মোকাবিলা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ