Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের সাথে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না

মাগুরায় সাইফুজ্জামান শিখর এমপি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

ষড়যন্ত্রকারীরা জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনে কোটি কোটি টাকার লবিস্ট নিয়োগ করেছিল। তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা উঠিয়ে তাদের পুরস্কৃত করেছিল। বর্তমানে আবার জামায়াত-বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগের নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ। তাদের কোন ষড়যন্ত্র এদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পরাজিত করতে পারবেনা।
গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা জেলা আ.লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন।
মাগুরা জেলা আ.লীগ সভাপতি আফম আব্দুল ফাত্তাহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এড. বীরেন শিকদার। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সরকার আবু নাসির বাবলু, এড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা আ.লীগের সম্পাদক আব্দুল মান্নান, পৌর আ.লীগের সভাপতি বাকী ইমাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান প্রমুখ। প্রধান অতিথি যে কোন ষড়যন্ত্র বানচাল করতে আ.লীগের নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ