Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরের পখীরার পীরের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

মাদারীপুরের পখীরার পীর সাহেব মাওলানা ছগীর মাহমুদ গতকাল শনিবার ভোর পাঁচটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। মাদারীপুর আহমদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ও মাদারীপুর জমিয়াতুল মোদার্রেছীনের জেলা কমিটির সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন পীর সাহেবের ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বিকেল ৩টায় পীর সাহেবের বাবার প্রতিষ্ঠিত মাদারীপুর আহমদিয়া কামিল মাদরাসা মাঠে জানাজার নামাজ পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত নতুন পীর মাওলানা ইমরান বিন নূর। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পীর সাহেব ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীন মাদারীপুর শাখা, মাদারীপুর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ