প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশে একের পর এক কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডদল ‘অ্যাশেজ’। ইতোমধ্যে পাঁচটি কনসার্ট করেছে দলটি। তবে এবার প্রথমবারের মতো বিদেশে কনসার্ট করতে যাচ্ছে দলটি। নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সে তারা কনসার্ট করবে। ব্যান্ডের দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান জানান, গতকাল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে, ২৩ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবং ২৬ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে কনসার্ট করবে ‘অ্যাশেজ’। বিজয় দিবস উপলক্ষে নেদারল্যান্ডসের কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে সেখানের বাংলাদেশ দূতাবাস এবং ডাচ-বাংলা কালচারাল সেন্টার। জার্মানির কনসার্টের আয়োজক বিডি সৌল হার্ভেস্ট এবং প্যারিসের অনুষ্ঠানটির আয়োজক অ্যাসোসিয়েশন অফিওরা। ইভান বলেন, এটা সত্যিই আনন্দের এবং বড় প্রাপ্তির বিষয়। প্রবাসীদের কাছ থেকে বরাবরই ভালোবাসা পাই। এবার তাদের সামনে সরাসরি গাইবো। আশা করছি দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। যেহেতু কনসার্টগুলো আমাদের দেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বিজয় দিবসের সাথে স¤পর্কিত, তাই এটা আমাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। এরকম আয়োজনের অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এদিকে এই তিনটি কনসার্টে ‘অ্যাশেজ’ ছাড়াও পারফর্ম করবেন তাহসান খান। দেশে ফিরে অ্যাশেজ আগামী ৩০ ডিসেম্বর নেত্রকোনা স্টেডিয়াম এবং ৩১ ডিসেম্বর মুন্সিগঞ্জে কনসার্ট করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।