Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে সেরা রাঁধুনী ১৪২৯

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৯’। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। সারাদেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড রাঁধুনী। ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর। সেরা রাঁধুনী বাছাইয়ের জন্য বাংলাদেশকে ৮টি আলাদা অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হয়েছে অডিশন রাউন্ড। এখান থেকে স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেয়া হবে। স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী ১৪২৯’। পুরস্কার হিসেবে তিনি জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা। অডিশন রাউন্ডে উপস্থাপনা করেছেন তমা রশিদ। বিচারক হিসেবে ছিলেন শুভব্রত মৈত্র, নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা। স্টুডিও রাউন্ডে বিচারক হিসেবে যুক্ত হবেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার ও মনিরুজ্জামান খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ