Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো মঞ্চে অ্যানা ফ্র্যাঙ্ক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ম্যাড থেটারের নতুন নাটক ‘অ্যানা ফ্র্যাঙ্ক’। প্রথমবারের মতো নাটকটি মঞ্চস্থ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নিয়েছিল একটি গোপন কুঠুরি সিক্রেট অ্যানেক্সে, যেখানে তারা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়ে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। সিক্রেট অ্যানেক্সের বন্দি জীবনের রুদ্ধশ্বাস দিনগুলোতে অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের ভয়াবহতা, তার মানসিক বেদনা, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনা। এ ঘটনা প্রবাহ নিয়েই নাটকটি রচিত হয়েছে। এটি নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম ও পরিচালনা করেছেন কাজী আনিসুল হক বরুণ। এটি একটি একক চরিত্রের নাটক। এতে একক অভিনয় করেছেন আর্য মেঘদূত। একক অভিনয়ের ক্ষেত্রে আর্য সর্বকনিষ্ঠ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ