প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. সালাম ভেঙ্কি
২. মারিচ
৩. বধ
৪. লাইফ ইজ গুড
৫. ব্লার
সালাম ভেঙ্কি
‘মিত্র, মাই ফ্রেন্ড’ (২০০২), ‘ফির মিলেঙ্গে’ (২০০৪), ‘কেরালা ক্যাফে’ (২০০৯, ‘মাকাল পর্ব’) এবং মুম্বাই কাটিং’ (২০১০, ‘পারসেল’ পর্ব) ফিল্মগুলো পরিচালনার জন্য খ্যাত রেবতী পরিচালিত ড্রামা ফিল্ম। ভেঙ্কটেশ ওরফে ভেঙ্কি (বিশাল জেঠোয়া) ডিএমডি ডুশেল মাস্কুলার ডিসট্রফি) আক্রান্ত ২৪ বছর বয়সী এক তরুণ। এই রোগে আক্রান্ত ভেঙ্কির পেশী একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাতে সে একেবারে চলৎশক্তি হীন হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে যায়। একমাত্র মা সুজাতা (কাজল) তার দেখভাল করে। বাড়িতেই থাকতে হয় তাকে, সেখানে একদিন তার অবস্থা মারাত্মক হয়ে যায়। তাকে হাসপাতালে ডা. শেখরের (রাজীব খান্ডেলওয়াল) কাছে নেয়া হয়। ভেঙ্কির দীর্ঘদিনের চিকিৎসক শেখর বুঝতে পারে তার অবস্থা আরও খারাপ হবে এবং সে মারা যাবে। ভেঙ্কিও তা জানে। সে মাকে তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য অনুরোধ করে। সে সিদ্ধান্ত নেয় ইউথেনেসিয়ার মাধ্যমে সে স্বেচ্ছামৃত্যু বেছে নেবে এবং তার সব অঙ্গ দান করবে, বলাই বাহুল্য তার বেশ কিছু অঙ্গ কোনও কাজে লাগবে না। সুজাতা অবশ্য এতে রাজি নয়। একসময় মা রাজি হয়ে যায়। তবে ইউথেনেসিয়া যেহেতু আইনসংগত নয় তাতে আইনি প্রতিকূলতা দেখা দেয়। এবং বিষয়টি আদালতে গড়ায়। নিশ্চিত মৃত্যুপথযাত্রী মানুষটিকে শেষ পর্যন্ত তার স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছা কি পূরণ হবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।