প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৭ সালে সবশেষ সুপারম্যান হয়ে পর্দায় ধরা দিয়েছিলেন হেনরি ক্যাভিল; পাঁচ বছর পর আবার তার সেই ভূমিকায় আসার ইঙ্গিত মিলছিল; তবে এখন তিনি জানালেন, ক্লার্ক কেন্ট বা সুপারম্যান হয়ে আর উড়বেন না তিনি। হেনরি ক্যাভিল ও ডিসি স্টুডিওর সহ-প্রধান জেমস গান নিজেদের ইনস্টাগ্রাম পোস্ট ও টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি জেমস তার টুইটে লিখেছেন, পিটার (ডিসি স্টুডিওর আরেক প্রধান) এবং আমি ডিসি নিয়ে কিছু নতুন পরিকল্পনা করছি। নতুন বছরের শুরুতে সেগুলো জানাতে পারব আশা করি।
তিনি আরও লিখেন, পরিকল্পনার মধ্যে আছে সুপারম্যান। প্রাথমিক পর্যায়ে আমাদের গল্পটি সুপারম্যানের জীবনের আগের অংশের ওপর ফোকাস করবে, তাই চরিত্রটিতে হেনরি ক্যাভিল অভিনয় করবেন না।
এদিকে পরিচালক জেমস গান এক টুইটে বলেছেন, তারা নতুন বছরের শুরুতে ডিসি কমিকসনির্ভর প্রথম প্রকল্প নিয়ে উত্তেজনাপূর্ণ কিছু তথ্য জানাতে চান। সুপারম্যান নিয়ে তাদের পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে তাদের গল্পটিতে সুপারম্যানের আগের অংশ দেখানো হবে। তাই চরিত্রটি হেনরি ক্যাভিল অভিনয় করবেন না।
ডিসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভ্যারাইটি জানিয়েছে, জেমস তার সহ-প্রধান পিটার সাফরান ও ক্যাভিলের সঙ্গে সম্প্রতি দেখা করেছেন। ক্যাভিলকে ভালো চরিত্র দেওয়ার জন্য তারা কমিক বুক ইউনিভার্স থেকে কিছু খুঁজতে আগ্রহী হয়েছেন।
উল্লেখ্য, সুপারম্যান হয়ে ক্যাভিল প্রথমে আসেন ২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ দিয়ে। তিন বছর পর ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে’ও তিনি ছিলেন একই ভূমিকায়। ২০১৭ সালে জাস্টিস লিগে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সুপারম্যান হতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।