রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় ভাঙচুর ও মারপিটের অভিযোগে করা মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলাউদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের কোর্ট পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার রাতে পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, প্রায় তিন মাস আগে রুহিয়ায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের মামলা করেন রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর ইসলাম। এ মামলায় স্থানীয় বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।