রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙ্গালীপুর নিজপাড়ায় গতকাল মঙ্গলবার সকালে শ্বশুরের সাথে ঝগড়া করে সাথী (৩০) নামে এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষ ওই গৃহবধূকে প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানা যায়, সাথীর স্বামী সাদেকুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করায় সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। ঘটনার দিন সাথী বেগমের সাথে শ্বশুর জয়েনউদ্দিনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পৈতৃক সূত্রে প্রাপ্ত ঘর থেকে বের করে দেওয়ার ঘটনায় শ্বশুরের সাথে তার ঝগড়ার সূত্রপাত। এর একপর্যায়ে সবার অজান্তে রান্নাঘরে গিয়ে শরীরে আগুন দেয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটায় গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফুল হক সোহেল জানান, গৃহবধূর শরীরের বুক থেকে কোমর পর্যন্ত পুরো পুড়ে গেছে। যেহেতু হাসপাতালে বার্ণ ইউনিট নেই তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।