Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল পরিকল্পনাকারীর গ্রেফতার ও ওসির প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরায় মেধাবী ছাত্র গৌতম হত্যা

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : পুলিশি গাফিলতির কারণে মেধাবী ছাত্র গৌতমকে জীবন্ত উদ্ধার করা যায়নি। পুলিশ যদি আন্তরিক হতো তাহলে গৌতমকে নির্মমভাবে খুন হতে হতো না। সাতক্ষীরা সদর থানার ওসি তদন্তের গাফিলতি কারণে আজ গৌতমে জীবন দিতে হলো। হত্যার মূল পরিকল্পনাকারী জামশেদকে আটক করেও পুলিশ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। অবিলম্বে সাতক্ষীরা সদর থানার ওসি তদন্তকে প্রত্যাহার করা না হলে সাতক্ষীরাকে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। এরপর ঘোনা ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ মহিলা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক বিক্ষোভ করতে করতে মানববন্ধন কর্মসূচিতে এসে সংহতি প্রকাশ করেন। এ সময় সাতক্ষীরা-চামড়া সড়ক প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নিহত গৌতম সরকারের পিতা গণেশ সরকার, জজ কোর্টের পিপি এড. ওসমান গনি, সদর থানা আ.লীগের সভাপতি এসএম শওকাত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড. ফাইমুল হক কিসলু, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, অসীম চক্রবর্তী, এছাড়া সাতক্ষীরা সদর আসনের সংসদ সসদ্য ঢাকায় অবস্থান করায় তিনি মোবাইলে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রঙ্গত, দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় গৌতম সরকারকে অপহরণ করে অপহরণকারীরা। অপহরণের পাঁচদিন পর শনিবার সকালে সদর উপজেলার মহাদেবনগর গ্রামের সীমান্ত আদর্শ কলেজের ছাত্র গৌতম সরকার (১৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুকুর থেকে তার হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ