রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া থানা পুলিশ অপহৃত কলেজছাত্রী রিপা রানীকে ১ মাস পর সোমবার দিবাগত রাতে উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলার তালোড়ার সরঞ্জাবাড়ী গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের মেয়ে স্থানীয় সরকার শাহ এয়তেবারিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী রিপা রানী (১৯) গত ১২ নভেম্বর শনিবার কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কলেজের কাছে পাকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় ২ জন যুবক কৌশলে ফুসলিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সংক্রান্তে তার মা শিউলী রানী ১৯ নভেম্বর দুপচাঁচিয়া থানায় ২ জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার রাতে মামলার এজাহারভুক্ত আসামি তালোড়ার স্বর্গপুর গ্রামের আমজাদ হোসেনের পুত্র শামীম (২২)-এর বাড়িতে অভিযান চালান। এ সময় আসামি শামীম বাড়িতে না থাকলেও বাড়ি থেকে রিপা রানীকে উদ্ধার করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম প্রায় ১ মাস পর অপহৃত কলেজছাত্রী রিপা রানীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার তাকে ২২ ধারায় জবানবন্দী প্রদানের জন্য বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।