Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪৪ কেজি গাঁজা ও স্কফ সিরাপসহ আটক ৩

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা ও বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ভারত থেকে আনা বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে কসবা পুরাতন বাজারস্থ পৌর ভবনের দক্ষিণ পাশ থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ১৪৪ কেজি গাঁজাসহ মোসলেম উদ্দিন রবিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করে। সে একই উপজেলার গঙ্গানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে ভোর থেকে ওই স্থানে অবস্থান নেয় অধিদপ্তরের সদস্যরা। ভোরে ছয়জন ওই স্থান দিয়ে মাথায় ভারী চটের বস্তা নিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করলে পাঁচজন বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় মোসলেমকে হাতেনাতে আটক করা হয়। ছয়টি চটের বস্তায় ১২টি করে মোট ৭২টি স্কচটেপে মোড়ানো গাঁজার প্যাকেট পাওয়া যায়। প্রত্যেক প্যাকেটে দুই কেজি করে গাঁজা রাখা ছিল। গাঁজাগুলো রাজধানী ঢাকায় নেয়ার উদ্দেশ্যে কসবা সীমান্ত দিয়ে পাচার করা হয়েছিল। এ ব্যাপারে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে সোমবার রাতে সীমান্তবর্তী চান্দুরা ইউনিয়নের আলাদউদপুর গ্রামের অলি রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় স্কফ সিরাপসহ অলি রহমান (৫৫) ও কালিসীমা গ্রামের আয়েত আলীকে (৩৫) আটক করা হয়। বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ